হঠাৎ কেন সংলাপে রাজি আওয়ামী লীগ?

অনলাইন ডেস্ক : আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নির্বাচনকালীন সরকারসহ ঐক্যফ্রন্টের সাত দফাসহ আরো নানা বিষয়ে আলাপ হবার কথা রয়েছে সেখানে।
এখন প্রশ্ন হচ্ছে গত কয়েক বছর ধরে বিএনপির সংলাপে বসার আহ্বানকে প্রত্যাখ্যান করার পর এখন কেন সংলাপে রাজি হলো আওয়ামী লীগ?

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ঐক্যফ্রন্টের কারণে সংলাপে রাজি হয়েছে তার দল।

তিনি বলেন, বিএনপির সাথে সরাসরি সংলাপে বসার ব্যপারে আওয়ামী লীগ আগ্রহ প্রকাশ করেনি। কেননা বিএনপি রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় ও প্রশ্রয় দেয় এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সাথে সরাসরি জড়িত দলটি। এসব কারণেই বিএনপির সাথে আলোচনায় বসার মত যৌক্তিক কোন পরিবেশ ছিল না।