সড়ক দূর্ঘটনার রোধ -জনসচেতনতার লক্ষে পরিবহন মালিক-চালকদের আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালী

শাহ আলম শফি ,কুমিল্লা প্রতিনিধিঃ

সড়ক দূর্ঘটনার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিূর লক্ষে পরিবহন মালিক/চালকদের নিয়ে আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালী গতকাল ২৯ শে এপ্রিল শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বি আরটিএ)”র কুমিল্লা সার্কেল উদ্যোগে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে জেলা বিআরটিএ কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে পরে রীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএর পরিচালক প্রসাসন নাজমুল আহসান মজুমদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভির ছালেহীন ইমন, বাংলা দেশ টেলিভিশন কুমিল্লা প্রতিনিধি জাহাগীর আলম রতন ,দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নিতিশ সাহা,পরিবহনের বিভিন্ন মালিক/শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দু সহ সাধারন চালকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবৃৃৃৃৃ তাজুল ইসলাম, কুমিল্লা জেলা ট্টাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সালাম ,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,কুমিল্লা সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: নূরজ্জামান এর সার্বিক তত্বাবধানে অন্যান্যদেও মধ্য উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ট্টাক মালিক সমিতির সভাপতি আলহাজ মুসলিম মিয়া,কুমিল্লা জেলা ট্টাক ট্যাংলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতি রেজি নং ২৫২৬ এর সভাপতি আল্্্্্উাদ্দিন আহম্মেদ, কার্যকরী সভাপতি আলহাজ গোলাম মোস্তফা ,সহ সভাপতি আজহারউদ্দিন, মহাসচিব মো: রকিব উদ্দিন রকিব ,বৃহত্তর কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি নং চট্ট: ২৩ কার্যকরি সভাপতি কবীর চৌধুুরী, মহাসচিব আবুল হাশেম সরদার, কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ৯৩৮ এর সভাপতি গোলাম রসুল, কুমিল্লা জেলা ট্টাক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২০৩৮ এর সাধারন সম্পাদক মো:সেলিম মিয়া, কুমিল্লা জেলা ট্টাক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২০৪৪ এর সভাপতি ছিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক কামাল হেসেন প্রমূখ । স্বাগত বক্তব্যে কুমিল্লা সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: নূরজ্জামান বলেন দেশে ১৯৯৪ সালে সড়ক দূঘটনার হার ছিল ৩০১৩ টা , মৃত্যুর সংখ্যা ছিল ১৫৯৭ জন। ১৪ বছর পর ২০০৭ সালে সড়ক দূঘটনার হার দাড়িয়েছে প্রায় ৪৮৬৯ টা ,মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৩৭৪৯ জন,তার পর থেকেই বি আর টিএর উদ্যোগে মালিক শ্রমিকদেরকে সড়ক দূর্ঘটনার রোধ ও জনসচেতনতা বৃদ্বিূর লক্ষে বিভিন্ন কর্মসূচি,সভা সমাবেশ করে ২০১৬ সালে সড়ক দূঘটনার হার দাড়িয়েছে ২৫৬৬,মৃত্যুর সংখ্যা ২৪৬৩ আগামী দিনে সড়ক দূঘটনার হার শুন্যের কোটায় নিয়ে আসতে হবে আমাদেরকে তাই গাড়ি চালানোর পূর্বে গাড়িতে তেল, মবিল,ব্রেক,রেডিওয়াটারের পানি,সহ অন্যান্যযন্ত্রাদি চেক করে নিতে হবে। বেপরোয়া ভাবে ,ছাদের উপরে যাত্রী,গাড়ী চালানোর সময় মোবাইল ফোন সহ গাড়ী চালানোর প্রতিযোগীতা পরিহার করতে হবে।ঝুকিপূর্ন মোড়গুলিতে গাড়ীর গতি নিজের নিয়নত্্রনে ও নিজের সাইডে থাকতে হবে।দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন নিয়ে দক্ষতা,,
দায়িত্বশীলতা ও সতর্কতার সাথে গাড়ী চালাতে হবে ॥ ঝুকিপূর্ন ওভার টেক থেকে বিরত থেকে ট্রাফিক আইন মেনে গাড়ী চালালে সড়ক দূঘটনার হার শুন্যের কোটায় চলে আসবে তখনি আমরা সড়ক দূঘটনা থেকে বাঁচবো এবং অন্যদের কে ও বাঁচাতে পারবো।