একাত্তরলাইভডেস্ক: এগিয়ে চলছে নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম।আজ শনিবার স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রমনা থানার ২১ নম্বর ওয়ার্ডে, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পে।এখানে সকাল থেকেই নারী-পুরুষের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। সকাল ৯ টা থেকে শুরু হয় বিতরণ কার্যক্রম।এই ক্যাম্পে গিয়ে দেখা গেছে, কার্ড সংগ্রহকারীদের উপস্থিতি কম। সকাল থেকেই কিছুসংখ্যক নারী ও পুরুষ তাদের স্মার্ট কার্ড নিতে এখানে এসেছেন।রমনা থানা নির্বাচন অফিসার মাহবুবা মমতা হেনা বলেন, ‘সকাল থেকেই তেমন সাড়া পাচ্ছি না। এদিকে আজ আওয়ামী লীগের কাউন্সিল, সে কারণে হয়ত অনেকেই কার্ড নিতে আসছেন না।’কারণ হিসেবে তিনি বলেন, ‘কাউন্সিল উপলক্ষে রাস্তায় যানজট ও কিছু রাস্তা বন্ধ থাকায় আসতে পারছেন না বা তাদের আসতে দেরি হচ্ছে। তবে আমরা আশা করছি দুপুরের পর থেকে এই এলাকার বাসিন্দারা আসা শুরু করবেন। এর আগেও আমরা কার্ড বিতরণের সময় দেখেছি সকালের থেকে দুপুরের দিকে জনগণের আগমন বেশি হয়।’স্মার্ট কার্ড নিতে আসা জাতীয় যাদুঘর অফিসার্স কোয়ার্টার এলাকার বাসিন্দা সারমিন আক্তার বলেন, সুন্দর পরিবেশে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ড বিতরণ করছেন। আগে আসলে আগেই পাবেন এমন ভিত্তিতে দেওয়া হচ্ছে স্মার্টকার্ড। প্রথমে ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়েছি। এরপর পুরনো কার্ড জমা দেওয়ার পর তারা আমাকে স্মার্টকার্ড দেন।আজ থেকে (২২ অক্টোবর) থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্টকার্ড বিতরণ করা হবে।এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।এই চিপযুক্ত স্মার্ট কার্ডে অনেক তথ্যের মধ্যে উল্লেখযোগ্য যা থাকছে সেগুলো হলো, ব্যক্তির নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বয়স, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন, ধর্ম।এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর, আয়কর সনদ নম্বর, বৈবাহিক অবস্থা, জন্মতারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন সনদ, টেলিফোন ও মোবাইল নম্বর, মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর, স্বামী বা স্ত্রীর নাম ও পরিচয়পত্র নম্বর থাকলে এবং মা-বাবা, স্বামী বা স্ত্রী মৃত হলে সেই সংক্রান্ত তথ্য থাকবে এই কার্ডে।
স্মার্ট কার্ড সংগ্রহে উপস্থিতি কম

October 22, 2016