স্বামীর কারামুক্তির আশ্বাসে গণধর্ষণ!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বামীকে জেল হাজত থেকে ছাড়িয়ে আনার আশ্বাসে ডেকে নিয়ে এক গার্মেন্টস কর্মী (২৩) কে গণধর্ষণ করেছে স্বামীর বন্ধুরা। এ সময় তারা তাকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে তার বাবা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার স্বামী একটি মারামারি মামলায় বেশ কিছুদিন থেকে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।এ ঘটনায় ওই ধর্ষিতার বাবা শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ মে) ধর্ষিতার স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার আশ্বাসের কথা বলে তার স্বামীর বন্ধু ইমরান তাকে তার বাড়িতে যেতে বলে। পরে সে তার ডিউটি শেষে ইমরানের বাসায় যাওয়ার পর একটি কক্ষে নিয়ে তাকে ইমরানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় সে তাদেরকে বাধা দিতে গেলে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে ধর্ষিতার অবস্থার অবনতি হলে ধর্ষকরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সে ফোন করে তার বাবকে ঘটনাটি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি সার্বিক) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।