স্বাক্ষর জালিয়াতি মামলায় আইনজীবি সহকারী কারাগারে

মাহাবুবুর রহমান: স্বাক্ষর জায়িলাতি করে প্রতারনা মামলায় গ্রেফতার হয়েছে কক্সবাজার আইনজীবি সহকারী সমিতির সদস্য বেলাল আজাদ। সদর থানা পুলিশ তাকে আটক করে ৯ অক্টোবর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার এসআই আবুল কালাম আজাদ এর দায়ের করা এজহার সূত্রে জানা গেছে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মৃত বদিউর রহমানে পুত্র মোঃ বেলাল আহাম্মদ কক্সবাজার আইনজীবি সহকারী সমিতির সদস্য হিসাবে কাজ করতেন তার সনদ নং ৬১৮। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী আদিস্ট হয়ে উখিয়া কোর্টের জিআরও অফিসে গিয়ে দেখা যায় সেখানে নিয়মিত মামলা জিআর-৩৯৪/১৪(ঁ) এর আসামী জৈনক মুসা আলী ও ইউসুফদের পক্ষে কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সদস্য মোঃ ইউসুফের  জামিনের সময় আবেদন বিজ্ঞ জিআরও উখিয়া কোর্ট বরাবরে দাখিল করে কিন্তু সেই আইনজীবির স্বাক্ষর জাল বলে প্রতিয়মান হয়। পরে অধিকতর তদন্তে দেখা যায় আইনজীবি সহকারী মোঃ বেলাল আহাম্মদ নিজেই স্বাক্ষর করে আদালতে দিয়েছে। সে এর আগেও এ ধরনের অপরাধ করেছে।এ বিষয়ে আইনজীবি মোঃ ইউসুফও তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে জানায়। এঘটনায় আইনজীবি সহকারী মোঃ বেলাল আজাদের বিরুদ্বে ৭/৬/ ২০১৬ কক্সবাজার সদর মডেল থানায় দন্ডবিধি ৪৬৪/৪৬৬/৪৭১ ধারায় মামলা করা হয়। এর থেকে সে পলাতক ছিল। পরে গুপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ৯ অক্টোবর আদালতে সুপর্দ করলে বিজ্ঞ আদালত প্রতারক বেলাল আজাদ কে জেল হাজতে প্রেরন করে।
এদিকে খোজ নিয়ে জানা গেছে প্রতারক বেলাল আজাদ আইনজীবি সহকারী হওয়ার সুবাদে এলাকার বহু নিরিহ মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে এছাড়া বহু মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে সুযোগ সুবিধা আদায় করেছে।