নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ি থানার দারোগা নাজনীন আক্তারের স্বামী নিলয় আহম্মেদকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে ফতুল্লা থানার মাসদাইর করবস্থানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক থেকে দারোগা আবিদ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে ফতুল্লা থানার মাসদাইর করবস্থানের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক থেকে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির সময় যাত্রাবাড়ি থানার এসআই নাজনীন আক্তারের স্বামী নিলয় আহম্মেদ এবং তার দুইজন সঙ্গীকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং কিছু গাঁজাসহ গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ।