স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেনি পড়য়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রীর থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম বাগধা গ্রামের জাহিদ গাইনের ছেলে রাসেল গাইন (২২) ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন করে প্রায়ই উত্তক্ত করে আসছিল।

স্কুল ছাত্রী তার প্রেম প্রস্তাবে সারা না দেওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে সম্প্রতি রাসেল তার বন্ধু একই এলাকার জাহিদ খানের বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ছাত্রীর ডাক চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির কাছে নিলে চেয়ারম্যান ঘটনা মিমাংসার জন্য চার ইউপি সদস্যকে দায়িত্ব দেন।

ইউপি সদস্যরা শালিস মিমাংসার নামে দীর্ঘদিন যাবত তালবাহনা করায় বিচারের দাবিতে ১৫মে সোমবার রাতে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে রাসেলসহ তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের পর এসআই শাহজাহান গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।