চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। পুলিশও পাল্টা গুলি ছুড়ছে। উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের এক তলা বাড়িটি বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এসি ওয়াহিদুজ্জামান নূর।
তিনি সকাল সাড়ে ৮টার দিকে জানান, এক তলা ভবনটি যখন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘিরে ফেলে তখন ভেতর থেকে গুলি ছোড়া হয়। এরপর বাড়িটির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো সদস্য মোতায়েন করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির মালিক সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাস(৭৫)। ভোর থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে।
আস্তানার আশপাশে ১৪৪ ধারা
সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নিরপত্তার স্বার্থে এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে অর্থা্ৎ ২০০ গজ দূরে থাকতে বলা হয়েছে।
সোয়াট আসলেই অভিযান
কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, একতলা ওই বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে আবু হোসেন (৩০) নামে এক ব্যক্তি অবস্থান করছে। ভোরে জঙ্গি আস্তানা সন্দেহ ওই বাড়িতে অভিযান চালাতে গেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এখনও কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা যাচ্ছে। মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া আশপাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
এদিকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ও সোয়াট সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তারা পৌঁছালে অভিযান শুরু হবে বলেও জানান তিনি।
আস্তানায় থাকা আবু মসলা বিক্রেতা
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হোসেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়িতে অবস্থান থাকে। বাড়ির মালিক জেন্টু বিশ্বাস মাস তিনেক আগে একই এলাকার আফসার আলীর ছেলে আবুকে ভাড়া ছাড়াই ওই বাসায় থাকতে দেন। আবু স্থানীয় বাজারে মসলা বিক্রি করেন।