একাত্তরলাইভডেস্ক: বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।রাজধানীর রমনা থানায় নাশকতার একটি মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহনের জন্য দিন রেখেছেন।অভিযোগ গঠন হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবীব ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ জানুয়ারি রমনা থানাধীন বাংলামোটর এলাকায় আসামিরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেন।মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৩০ নভেম্বর সোহেলসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
সোহেলসহ ১৫ জনের বিচার শুরু
November 2, 2016