সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

একাত্তরলাইভডেস্ক: সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ১৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে রিয়াদ যান প্রধানমন্ত্রী। ১৯ অক্টোবর দিবাগত রাতে তিনি দেশে ফেরেন। দ্বিপাক্ষিক এ সফরে বাদশাহ ছাড়াও ক্রাউন প্রিন্সসহ সৌদি সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সূত্র জানায়, সফরে বাংলাদেশে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিইসি এবং সৌদি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাইমেনশনের মধ্যে একটি এবং সৌদি হানওয়া প্রকৌশল ও নির্মাণ সংস্থা, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের মধ্যে একটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও সৌদি আরবের আল বাওয়ানির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ওমরাহ হজও পালন করেন।