প্রেসরিলিজ :সোমবার দুপুর ১টায় সোনারগাঁ স্বাস্থ্য কম্পলেক্সে প্রথম সিজারিয়ান অপারেশআল্লাহ’রঅশেষরহমতেসুষ্ঠুভাবেসম্পন্নহল।শামসুন্নাহার,বয়স ২৮,স্বামী -আলি আহম্মদ, হারিয়া চোউধুরি পাড়া,বৈদ্যের বাজার এর প্রথম কন্যা সন্তান হল।গাইনী কন্সাল্টেন্ট ডা:সুমনা ও ডা: তাহমিনা,এনেস্থিসিয়া কন্সাল্টেন্ট ডা: ওবায়দুল্লাহ,মেডিসিন কন্সাল্টেণ্ট ডা: সোলায়মান, আর,এম,ও ডা:এহসান, এম,ও ডা: ফয়সাল সহ নার্স,সাকমো, স্টাফ,ওয়ার্ডবয় সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।বিশেষ করে সিভিল সার্জন স্যার ডাঃ আশুতোষ দাস র অনুপ্রেরণা ও নির্দেশনায় সোনারগাঁ স্বাস্থ্য কম্পলেক্সে এ সিজারিয়ান চালুহল ।
সোনারগাঁ স্বাস্থ্য কম্পলেক্সে সিজারিয়ান চালু
November 1, 2016