একাত্তলাইভ ডেস্ক: ভোলা শহরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো. সোবাহানের ছেলে রাজিব (২৪) ও দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের আনসারুল্লা মিয়ার ছেলে আল-আমিন (২৩)।এলাকাবাসী জানান, শনিবার দুপুর ৩টার দিকে শহরের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় গনি রাজের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে রাজিব ও আল-আমিন। এ সময় ট্যাঙ্কের গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়।তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল রহমান মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সেপটিক ট্যাঙ্কের গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

October 1, 2016