নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাড়ি বাড়ি গিয়ে নিজের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বাড়ি বাড়ি গিয়ে নিজের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার ২৩ নম্বর ওয়ার্ডের বন্দর রেলওয়ে স্টেশন এলাকা ও সমরক্ষেত্রে গণসংযোগকালে তিনি দাবি করেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নির্বাচনে সেনা মোতায়েন কেবল আমার নিজের দাবি নয়, এটা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি।”
তিনি বলেন, “নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আর নির্বাচনের পরিবেশ মন্দের ভাল। এ অবস্থার মধ্যে আমরা জনগণকে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই।”
সাখাওয়াত বলেন, “২২ তারিখের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর এবং প্রতিযোগিতামূলক দেখতে চাই। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ লক্ষাধিক ভোটে নির্বাচিত হবে’”
তিনি বলেন, “শীতলক্ষ্যা নদীর পানির অবস্থা অত্যন্ত খারাপ। আমি নির্বাচিত হলে শীতলক্ষ্যা নদীতে অগের ঐতিহ্য ফিরে আসবে। যদি সদিচ্ছা ও সৎ উদ্যোগ থাকে তাহলে এগুলো করা সম্ভব।”