‘সুবিধাবঞ্চিত শিশুরাও উন্নয়নে অবদান রাখতে পারবে’

একাত্তরলাইভডেস্ক: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজচুমকি বলেছেন, ‘পথশিশু ও বস্তির শিশুদের উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা দিতে পারলে এসব শিশু দেশ ও জাতির উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে।’ বুধবার রাজধানীর মিরপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী বিতরণ এবং গ্রিন অ্যাপেল ডে অব সার্ভিস (বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার জন্য আন্তর্জাতিক দিবস) উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি সংস্থা স্পন্দনবি কর্তৃক বাস্তবায়নাধীন ‘সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম’ এর অধীনে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বিদ্যালয়ে খেলনা সামগ্রী বিতরণ করা হয়।প্রতিমন্ত্রী বলেন, সব শিশুকে সমান অধিকার দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান এবং স্পন্দনবির উপদেষ্টা শরীফুর রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৪৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং তিনটি বিদ্যালয়ে খেলার সামগ্রী দেন।