সুপ্রিম কোর্টের ভাস্কর্য নিয়ে আপত্তি সংস্কৃতিকর্মীদেরও

একাত্তরলাইভ ডেস্ক  : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের অনুকরণে নির্মিত ভাস্কর্য স্থাপন করায় আপত্তি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরাও। তবে তাঁদের আপত্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য নিয়ে নয়, আপত্তি হলো থেমিসের বিকৃত ভাস্কর্য নির্মাণ নিয়ে। আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আমন্ত্রণে গিয়ে ভাস্কর্য নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন সংস্কৃতিকর্মীরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ।

বৈঠক শেষে রামেন্দু মজুমদার সাংবাদিকদের জানান, ‘আমরা যা বিশ্বাস করি তা নিয়ে কথা বলেছি। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেসব প্রতিবন্ধক তা প্রতিহত করতে আহ্বান জানিয়েছি।

তিনি আরও জানান, ‘ইসলামিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ সাম্প্রতিক কার্যক্রম নিয়ে কথা বলতে গেলে জনাব কাদের আমাদের বলছেন এটা আমাদের রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। আমরা তাদের সঙ্গে কোনো আঁতাত করিনি।’

নাসির উদ্দিন ইউসুফ জানান, ‘আমরা ভাস্কর্য নিয়ে কথা বলেছি। সারা দেশের ভাস্কর্য নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আমাদের সঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, আমরা তো সরকারি পৃষ্ঠপোষকতায় ভাস্কর্য নির্মাণ করেছি। সুতরাং ভাস্কর্য নিয়ে বিরোধিতা করার প্রশ্নই উঠে না। কিন্তু থেমিসের বিকৃত ভাস্কর্য নিয়ে আমাদের দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করেছেন। আমরাও তা-ই বলছি। আসলে এই বিকৃত ভাস্কর্য দিয়ে জনগণকে আমরা কী বোঝাব?’ তাঁর এই যৌক্তিক বক্তব্যকে আমরা সাধুবাদ জানিয়েছি।’

গোলাম কুদ্দুছ বলেন,‘আমরা পহেলা বৈশাখ উদযাপনে প্রশাসনিক বাধ্যবাধকতা এবং মঙ্গল শোভাযাত্রার অনিবার্যতাসহ প্রগতিশীল চিন্তা পরিপন্থী কোনো কাজ সরকার যেন না করে তা নিয়ে কথা বলি। জবাবে ওবায়দুল কাদের আমাদের আশ্বাস দেন এবং আমাদের সব আন্দোলনে তাদের সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।’

ভাস্কর মৃণাল হক জানান, ‘আমি থেমিসের প্রতিকৃতি নির্মাণ করিনি। বাঙালির চিরায়ত নারীর প্রতিকৃতি নির্মাণ করেছি।‘

এই বৈঠকের আওয়ামী লীগ নেতাদের মধ্যে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। সূত্র: এনটিভি।