মোয়াজ্জেম হোসেন মজনু-বাগেরহাট প্রতিনিধি: বর্তমান শেখ হাসিনা সরকারের দক্ষিন পি মা লের উন্নয়ন রামপাল তাপ বিদুৎ কেন্দ্রোর বিরুদ্বে যে কোনো সড়যন্ত্র জনগনকে সচেতন করাসহ বাগেরহাট বাসিকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আগামী দিনে বাংলাদেশ তথা দক্ষিনা ল ও দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মংলা বন্দরের উন্নয়নের ক্ষেত্রে রামপাল তাপ বিদুৎ প্রকল্প নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। আর এতে সুন্দরবনের জীববৈচিত্রের ক্ষতি হবে কি-না । কিন্তু অতি দু:খ ও পরিতাপের বিষয় বাংলাদেশ ভারত মৈত্রী পাওয়ার কোম্পানী রামপাল তাপ বিদুৎ প্রকল্প শুরু থেকেই একটি স্বার্থনেষী সুবিধাবাদী মহল সমাজে নানান প্রভাকান্ডাসহ অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ ভারত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার তাপ বিদুৎ প্রকল্পের কয়লা পরিবহন কার্যক্রমের পরিবেশগত ও আর্থ সামাজিক বিষয় নিয়ে জনগনকে সচেতন করতে হবে। রামপাল তাপ বিদুৎ কেন্দ্র প্রতিষ্ঠা ও অপপ্রচারের প্রতিবাদে কচুয়া উপজেলা তাতীলীগের উদ্যেগে জিরো পয়েন্টে মানব বন্ধন কর্মসুচীতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু একথা বলেন। দুপুরে কচুয়া উপজেলা তাতীলীগের আয়োজনে জিরো পয়েন্টে ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে উপজেলা আহবায়ক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক পথ সভায় বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন. উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম.অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম.উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক শিকদার কামরুল হাচান কচি.মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্জ্ব শিকদার হাবিবুর রহমান.সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ফজর আহম্মেদ. তাতীলীগের যুগ্ম আহবায়ক মো: মিলন ফকির, মো: কাওছার শেখ.সদস্য সচিব এস.কে শিমুল.সহকারী সচিব সরদার মহিদুল ইসলাম.খন্দকার মিজানুর রজমান.মো: নুরুল ইসলাম.মো: মহিদুল ইসলাম মিল্টন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিকদার সোহানুর রহমান সোহাগ.মো: সাইদুল সরদার.মো: মঈনুল হাচান.মো: হেদায়েতবালী .রতন কুমার পাইক.শেখ জাহিদুল ইসলাম.মো: সালাম শেখ.মো: শাহাদাৎ হোসেন.শেখ রেজাউল ইসলাম.অঞ্জন ব্যানার্জী.ইয়াসমিন আরা শিমুল.আলতাপ হোসেন মধু. শহিদুল ইসলাম বাদশা.কিবরিয়া মৃধা.মো:সোহাগ.আনিচ হাওলাদার.মো: শাহজাহান হাওলাদার.মো: জাকারিয়া.শেখ বাবলু.মো: মাসুদ শিকদার. দিপঙ্কর কুমার লতাসহ তাতী লীগের অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। পথসভা সভার পূর্বে তাঁতী লীগের উদ্যোগে কচুয়া জিরোপয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।