সুনামগঞ্জ প্রতিনিধি:
পূর্ব শক্রতার জের ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার পূর্ব নৈইনগাঁও গ্রামের আব্দুল জলিল ও আবুল কালামের পরিবারের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আবুল কালাম ও আব্দুল জলিল পরস্পর চাচাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই আবুল কালামের সঙ্গে আব্দুল জলিলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে কালাম ও জলিলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আবুল কালাম (৪০) নিহত হন। তিনি মৃত ইন্তাজ আলীর ছেলে। অপরদিকে গুরুতর আহতাবস্থায় অপর পক্ষের আব্দুল জলিলের ছেলে আল-আমিনকে (২১) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শক্রতার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।