সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সোমবার রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুনামগঞ্জের শাল্লার শেষ সীমানা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের শেষ সীমানার জলমহাল চণ্ডিডহরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে শাল্লার মির্জাকান্দা গ্রামের হাসিম মিয়া ও আজমিরিগঞ্জের পেটুয়াকান্দা গ্রামের হান্নান মিয়ার বিরোধ ছিল। সোমবার গভীর রাতে দুই পক্ষই জলমহালে মাছ ধরার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২৬ জন আহত হয়। গুরুতর আহত মির্জাকান্দার নওয়াব মিয়ার ছেলে সাইকুল ইসলামকে প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।