সুইজারল্যান্ডের বরফের পাহাড়ে চলছে শাকিব-বুবলির রোমান্স

বিনোদন ডেস্ক:  সুইজারল্যান্ডের বরফের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ‘রংবাজ’। অর্থাৎ এই ঈদে মুক্তির অপেক্ষায় সুপার স্টার শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাটি। ছবিটির গানের অংশের শুটিং শেষ করতে সুইজারল্যান্ডের বরফের বুকে আছে শাকিব খান। সাথে আছেন ছবির নায়িকা শবনম বুবলীও। বর্তমানে সেখানেই চলছে তাদের রসায়ন। ইতোমধ্যে ছবিটির প্রায় বেশি ভাগ কাজ শেষ হয়েছে। ছবির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ প্রায় শেষ। এখন অপেক্ষা শুধু গানের দৃশ্য ধারণ শেষ হওয়ার। প্রসঙ্গত বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস।
সুইজারল্যান্ডে শুটিং হওয়া ‘আমি চাই ছুঁতে চাই’ শিরোনামের গানটির নৃত্য পরিচালনা করছেন ভারতের অরবিন্দ। গানটি তৈরি করেছেন স্যাভি। ৮ জুন থেকে দেশের বাইরে শুরু হয়েছে রংবাজ ছবির গানগুলোর শুটিং চলবে ১৮ জুন পর্যন্ত। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ।