কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে জয়নাল আবেদীন (১৮) নামে এক বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া জয়নাল সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নওগাঁর হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হাপানিয়া সীমান্ত দিয়ে গরু আনার চেষ্টা করে জয়নাল ও তার সহপাঠিরা। কিন্তু বিএসএফর টহল দল জোরদার থাকায় তারা গরু আনতে না পেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গালিগালাজ করে। এ সময় ভারতের পান্নপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা জয়নাল আবেদীনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া জয়নালকে ফেরত আনার জন্য ভারতের পান্নপুর ক্যাম্পে রাতেই চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রাত ১১টায় চিঠির জবাবে তারা আমাদেরকে জানিয়েছেন, আগামীকাল বুধবার যে কোন সময় দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হতে পারে।