এম এস শফি: কুমিল্লার সদর দক্ষিণের ভারত সীমান্তবর্তী চৌয়ারা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে গতকাল রোববার বিকেলে পুলিশ মোঃ ফরহাদ হোসেন সহ তার এক সহযোগীকে মাদক সেবনকারী সন্দেহে আটক করে। পরে নগদ ১০ হাজার টাকায় তাদের মুক্তি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী ফরহাদ জানান,জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা সীমান্ত এলাকার এক আতœীয়ের বাড়িতে রোববার বেড়াতে যায় ফরহাদ হোসেন নামের এক লোক তার এক সহযোগী সহ। বিকেল সাড়ে ৩ টায় সেখান থেকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ফেরার পথে চৌয়ারা বাজারের পাশে মাটিয়ারা এলাকায় সদর দক্ষিণ থানার এসআই আক্তার হোসেন মোটরসাইকেলসহ তাদের আটকে মাদকাসক্ত বলে মামলার ভয়ভীতি দেখায়। তারা বারবার আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বললেও পুলিশ সেটা ভ্রক্ষেপ না করে মামলার ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে দরকষাকষি করে নগদ ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হওয়ার পর পুলিশ একজনকে আটকে তার অপর সহযোগীকে ছেড়ে দিলে সে পরবর্তীতে টাকা এনে পুলিশের কাছে দিয়ে ছাড়া পায়। বিষয়টি জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত র্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম বলেন,বিষয়টি আমি খতিয়ে দেখছি।