সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একাত্তরলাইভডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএসএফের গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল গফুরের ছেলে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন বলেন, সোনারহাট সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে বাচ্চু মিয়া নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। তিনি কেন ওই সীমান্ত পিলারের কাছে গিয়েছিলেন তা জানা যায়নি।