নিজস্ব প্রতিবেদক
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন যাত্রী। বুধবার সকালে উপজেলার লালাবাজারের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরের মাহিন আহমদ (৩০), জেসমিন বেগম (৩৫) এবং সুজন মিয়া (৩৫)। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এসএমপির দক্ষিণ সুরমা থানাপুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।