সিলেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

একাত্তরলাইভডেস্ক: সিলেট মহানগরীর শামীমাবাদ এলাকার ২২৫ নং বাসা থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল ইসলাম (২৫) নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ওই বাসার ভাড়াটে আবদুল জলিলের ছেলে আশরাফুল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামে। মঙ্গলবার বিকেলে নিজঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন আশরাফুল। সন্ধ্যা পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু তাতেও সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। নগরীর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ ঘর থেকে আশরাফের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার এসআই বেনু চন্দ্র জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।