আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার তারতুস নৌঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৩০০ মোতায়েন করেছে রাশিয়া।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কানাশেঙ্কভ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘নৌঘাঁটির নিরাপত্তার জন্য এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।’ বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে এ ধরনের পদক্ষেপ নিল রুশ কর্তৃপক্ষ। সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের ওপর রাশিয়া ও সিরিয়ার বিমান হামলা নিয়ে অনৈক্যের কারণে আলোচনা স্থগিত করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হলেও মেয়াদ শেষেই আগের মতো যুদ্ধাবস্থায় ফিরে যায় বিবদমান পক্ষগুলো। মূলত যুদ্ধবিরতি শেষ হতে না হতেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোয় ব্যাপক বিমান হামলা চালায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।মেজর জেনারেল কানাশেঙ্কভ বলেছেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই, এস-৩০০ শুধুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কারো জন্য হুমকি নয়।’ তিনি আরো বলেন, ‘এস-৩০০ ব্যবস্থা মোতায়েনে আমাদের পশ্চিমা পার্টনাররা কেন উদ্বিগ্ন, তা পরিষ্কার নয়।’মুখপাত্র জানান, এর আগে মস্কভা ক্রুজারে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতোই এটি করা হয়েছে। তিনি বারবার দাবি করেছেন, এটি কারো জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না। এই প্রথমবার নিজ সীমানার বাইরে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্থাৎ ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা মোতায়েন করল রাশিয়া। সিরিয়ার লাটাকিয়ার পাশে বিমানঘাঁটিতে আগেই বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে রেখেছে রাশিয়া। এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দ্রুত স্থান পরিবর্তনে সহায়ক। উন্নত প্রযুক্তির কিছু ট্রাকের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হয়। এ ব্যবস্থার রাডার, উৎক্ষেপণযন্ত্র ও কমান্ড সিস্টেম সবই ট্রাক থেকে পরিচালিত হয়। সিরিয়ার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের অর্থ দাঁড়ায়- সিরিয়ায় যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের আগ্রাসী অভিযান চালাতে গেলে তাদের চরম মূল্য দিতে হবে। সিরিয়ায় গৃহযুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো স্পষ্ট বিরোধী অবস্থানে চলে যাচ্ছে। সিরিয়ার সরকারকে সমর্থন করে রাশিয়া- এতে আর কোনো রাগঢাক নেই। যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাচ্ছিল রাশিয়ার সঙ্গে কৌশলগত অবস্থা বজায় রেখে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সিরিয়ায় গণতন্ত্র ফিরিয়ে আনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ফলে সিরিয়ার গৃহযুদ্ধ আরো দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া

October 5, 2016