সিরাজগঞ্জে সিমেন্ট কারখানায় ১শ্রমিক নিহত, আহত ২

আরিফুল গণি লিমন  সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমান সিমেন্ট কারখানায় চুনা পাথর ভাঙ্গানোর সময় আন্ডার গ্রাউন্ড জিমে চাপা পড়ে হৃদয় (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শ্রমিক ফজর আলী (৪৫)সহ  ২জন আহত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও কারখানায় ভাঙচুর চালিয়েছে।উল্লাপাড়া ফায়ারসার্ভিসের দীনার আহম্মেদ জানvন সোমবার সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে  প্রেরন করে   ।পরে হাসপাতালে নেবার পথে হৃদয় মারা যায়। এম সাইফুল ইসলাম সজকারি পরিচালক ফায়ার সার্ভিস পাবনা জানান সংবাদ পেয়ে  আমরা দ্রুত ঘটনাস্থলে গেলেও ামল কতৃপক্ষের বাধার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হয় | এ সমায় এলাকাবাসী ও শ্রমীকারা বিক্ষোপ মিছিল ও ভাংচুর চালায়।পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি  নিয়ন্ত্রেনে আনে।নিহত হৃদয় উল্লাপাড়া আর এস এলাকার গাড়লগাঁতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত ফজর আলী (৪৫) শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, চুনা পাথর ঢুকানোর সময় আন্ডার গ্রাউন্ড জিমের ভেতরে পা ফসকে পড়ে যায় হৃদয়। তাকে উদ্ধার করতে এগিয়ে আসে অপর শ্রমিক ফজর আলী। এতে ঘটনাস্থলেই মারা যায় হৃদয়। এ সময় অন্যান্য শ্রমিকরা ফজর আলীকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফজর আলীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত হৃদয়কে উদ্ধার করে।এদিকে শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা আমান সিমেন্ট কারখানায় ভাঙচুর চালায়। পরে পুলিশঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।