সিরাজগঞ্জে সন্ত্রাস-মাদক বিরোধী সমাবেশ

বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের সয়দাবাদে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড় শিমুল পঞ্চসোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ সেবক গাজী আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে সামাবেশে প্রধান অতিথি ছিলেন সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম।

সমাবেশে প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, আওয়ামীলীগ নেতা ইউসুফ শেখ, হাজী মাসুদসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমের সয়দাবাদে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের কাজের পরিবেশ সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য এবং এলাকায় সন্ত্রাস বাহিনী ও মাদকাসক্তদের বিরুদ্ধে একযোগে কাজ করতে প্রায় ৮টি গ্রামের প্রায় দুই হাজার মানুষ একত্রিত হয়ে শপথ গ্রহন করে এলাকায় উন্নয়নে একযোগে কাজ করতে একমত হন।