সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আরিফুল গণি লিমন সিরাজগঞ্জ থেকে : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া চায়না বাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টায় যমুনা নদীর মালশাপাড়ার ৩নং চায়না বাঁধ এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, দুপুরে চায়না বাঁধ এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি গলিত হওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মৃতদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।