সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শুকুর আলী (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিববার (৬নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাঐতারা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শুকুর আলী ওই গ্রামের মৃত নিদান আলীর ছেলে।শিশুটির বাবা আলমগীর সরকার জানান, তার প্রতিবন্ধী মেয়ে শনিবার দুপুরে বাড়ির পাশে মুদি দোকানে গেলে প্রলোভন দেখিয়ে শুকুর আলী তার নিজ বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে।সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ শুকুর আলীকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসবাদে আটক শুকুর আলী ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ আটক ১
November 7, 2016