সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকার ফুলজোড় কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। নলকা ব্রিজের পশ্চিম পারে ফুলজোড় কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রডবোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে পেছনের ট্রাকের কেবিনে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন চালক-হেলপারসহ আরও একজন। তাদের হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন।