সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় ডাঃ-সেবিকার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি :    সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারীর বাড়ীতে খাবার খেয়ে বিষক্রিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান ও সেবিকা জোবাইদা খাতুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা প্রধান অফিস সহকারী আলমগীর হোসেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।
কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা প্রধান অফিস সহকারী আলমগীর হোসেনের বাসভবনে দুপুরে দাওয়াত খান। পরে বিকেলের দিকে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, নার্স জোবাইদা ও প্রধান অফিস সহকারী আলমগীর অসুস্থ্য হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে জোবাইদা ও সাড়ে ১০টায় ডা. মনিরুজ্জামানের মৃত্যু হয়।
খবর পেয়ে সিভিল সার্জন ডাঃ মনজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেখতে যান।