আরিফুল গণি লিমন সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সয়দাবাদে ৩টি কোচের সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। প্রাথমিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আর গুরুতর আহত ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জান সংযোগ মহাসড়কের সয়দাবাদে পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস্ এর আরেকটি কোচের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর ২ জন নিহত এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়। এসময় মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে মামলা হয়েছে।