সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় চিকিৎসক-নার্সের মৃত্যু : আটক ২ ,তদন্ত কমিটি গঠন

.আরিফুল গণি লিমন,সিরাজগঞ্জ প্রতিনিধি : দাওয়াত খাওয়ার পর খাদ্যে বিষ ক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান (৪৫) এবং জোবাইদা খাতুন (৩০) নার্সের মৃত্যুর ঘটনায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারিকে আটক করেছে পুলিশ। এরা হলেন স্বাস্থ্যসহকারি মোয়াজ্জেম হোসেন ও পিয়ন চান মিয়া। মঙ্গলবার রাতে তাদের কাজিপুরের উদগাড়ি এবং সিরাজগঞ্জ শহরের ব্যাংকপাড়া মহল্লা থেকে আটক করে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান,মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সগণ হেড ক্লার্ক আলমগীর হোসেনর বাসভবনে দাওয়াত খান। দাওয়াত খাওয়ার পর বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনিরুজ্জামান, নার্স জোবাইদা ও হেডক্লার্ক আলমগীরসহ ৪ জন অসুস্থ্য হয়ে পরেন। আশংকাজনক অবস্থায় তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে জোবাইদা এবং রাত ১০টার দিকে ডা.মনিরুজ্জামান এর মৃত্যু হয়। এঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানাা হেফাজতে রাখা হয়েছে।
এদিকে এঘটনার প্রাথমিক তদন্তের জন্যে জেলা স্যানেটারী ইনেস্পেক্টর মোহাম্মাদ আলী জিন্নাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এক প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।