সিদ্ধিরগঞ্জে ১০দিনেও অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জে ১০’দিন পরেও অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি। থানার সাইনবোর্ড চৌরঙ্গী পাম্পের সামনে চায়ের দোকানের পিছনে গত ২৩’নভেম্বর সন্ধা ৭’টায় তোশখ পেচানো অবস্থায় অজ্ঞাত ঐ মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে ছিল পেষ্ট কালার কামিজ ও লাল কালার পায়জামা।
পুলিশ জানায়, গত ২৩’নভেম্বর এলাকাবাসী পুলিশকে সংবাদ দিলে ওসি(সার্বিক) শাহিন শাহ্ পারভেজসহ উপ-পরিদর্শক জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মরর্গে প্রেরন করে।

গত ১০’দিন পার হলেও অধ্যবদী এ লাশটির পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে কে বা কাহারা ঐ মহিলাটিকে হত্যা করে তোশক পেচিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সিমানায় রাতের কোন এক সময় ফেলে যায়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।