সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জপ্রতিনিধি: ঢাকা-চট্রগাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে সড়ক দূর্ঘটনায় আমির হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সিদ্ধিরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে কাঁচপুর গামী কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮৩৯৬৭) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে। পুলিশ কভার্ডভ্যানটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আমির হোসেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার চৌশারচর এলাকার মৃত আয়নাল ফকিরের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্তর এলাকায় ভাড়া থাকতো।