সিদ্ধিরগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রী নিহত

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:স্বামীর লাঠির আঘাতে মিতু (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ পুল রেললাইন এলাকায় এ ঘটনাটি ঘটে। পুুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১’শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মিতু সিদ্ধিরগঞ্জ পুল এলাকার লাল চাঁন মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের পরিবার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। স্বামী লাল চাঁন পলাতক রয়েছে।লাশ উদ্ধার কারী সিদ্ধিরগঞ্জ থানার এস আই সামসুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে স্বামী/স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী লাল চাঁন স্ত্রী মিতুর শরীর ও গলায় লাঠি দিয়ে আঘাত করলে সে মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।এদিকে এলাকাবাসী জানান, লাল চাঁন একজন মাদক ব্যবসায়ী। স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। বুধবার রাতেও হয়েছে। আমরা মাদক ব্যবসায়ী লাল চাঁনের ফাঁসি দাবি করছি।