নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীকে না পেয়ে চোর আখ্যা দিয়ে হোসনে আরা বিবি (২২) নামে এক গার্মেন্টস কর্মীকে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নির্যাতিতা গার্মেন্টস কর্মীকে উদ্ধার করেছে। রোববার সকালে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় এ পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিতা গার্মেন্টস কর্মী গৃহবধূ হোসনে আরা বিবি নেত্রকোনা জেলা সদরের বাসিন্দা ও মিজমিজি আব্দুল আলী পুল এলাকার মনোয়ারের বাড়ীর ভাড়াটিয়া মো. শরিফ মিয়ার স্ত্রী।
গার্মেন্টস কর্মী গৃহবধ হোসনে আরা বিবি জানায়, গত শনিবার প্রতিবেশী মানিকদের বাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়ের সময় বরের কিছু কাপড় চোপড়সহ আনুসাঙ্গিক মালামাল চুরি হয়। রোববার সকালে স্থানীয় মনির হোসেন, স্বপন ও সুফিয়ান আমার বাসায় এসে বলে আমার স্বামী এসব মালামাল চুরি করেছে। তাদের হুমকিতে আমার স্বামী বাড়ী থেকে চলে যায়। তখন আমার স্বামীকে না পেয়ে তারা আমাকে মানিকদের বাড়ীতে ধরে নিয়ে গিয়ে গাছের সাথে বেধে মারধর করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, দুপুরে নির্যাতিতা গার্মেন্টস কর্মী হোসনে আরা বিবি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।