সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা

সিদ্ধিরগঞ্জসংবাদদাতা ঃ সারাদেশের ন্যায় পরিবহন শ্রমকিদের ডাকা ৪৮’ঘন্টা পরিবহন ধর্মঘটের প্রথম দিনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার ভোর ৬’টা থেকে অবস্থান নেয় পরিবহন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মহাসড়কের সাইনর্বোড, সানারপাড়, শিমরাইল মোড়সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ করে দেয়। রিক্সা, অটোরিক্সা ও রোগীর এ্যাম্বুলেন্সসহ আটকে দেয় শ্রমিকরা। এ ছাড়াও শ্রমিকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেয় ও লাঠি হাতে চালাতে থাকে পিকেটিং। পিকেটিং চলাকালে তারা কোনো প্রকার যানবাহন চলাচল করতে দেননি। মহাসড়ক দিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস নিজ গন্তব্যে যেতে চাইলে পরিবহন শ্রমিকরা সে সকল পরিবহনে পোড়া মবিল, বালি ও রাস্তার ময়লা আবরজনা লাগিয়ে দেন। এমনকি অনেক চালকের শরীরেও পরিবহন শ্রমিকরা পোরা মবিল লাগিয়ে দেয়। এতে বিব্রতকর অবস্থায় পড়েন পরিবহনগুলোর মালিক ও চালকরা। এদিকে শ্রমিকদের গনমাধ্যমের কর্মীদের উপরও চড়াও হতে দেখা যায়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও শ্রমিকরা উচ্ছৃংঙ্খল আচরণ করতে থাকে। ছবি তুলতে গেলে বাঁধা দিয়ে সোজা চলে যেতে বলে। অপরদিকে, সকাল সাড়ে ৯’টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় প্রধানমন্ত্রীর পিএস সাজ্জাদুল হাসানের গাড়ী আটকে দেয় পরিবহন শ্রমিকরা। প্রায় আধা ঘন্টা তার গাড়ি অবরোধ করে রাখার পর শিমরাইল মোড়ে কর্তব্যরত নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন শ্রমিকদের সাথে আলাপ আলোচনার পর গাড়িটি উদ্ধার করতে সক্ষম হন। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যানবাহন না পেয়ে এ সময় হাজার হাজার মানুষকে পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায় ।