সিদ্ধান্তটা মুস্তাফিজের উপরই

ক্রীড়া ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। ম্যাচ নিয়ে দারুণ উৎকণ্ঠায় টাইগার ভক্তরা। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ মাশরাফিদের সামনে। তবে ম্যাচের আগের দিন সব কিছু ছাপিয়ে আলোচনায় মুস্তাফিজুর রহমান।

প্রথম ওয়ানডের দলে মুস্তাফিজের থাকা না থাকা নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে যতটুকু শোনা যাচ্ছে, প্রথম ওয়ানডের দলে থাকছেন কাটার মাস্টার। দলে থাকা না থাকার সিদ্ধান্তটা মুস্তাফিজের ওপরই ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মুস্তাফিজকে নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি টিম ম্যানেজমেন্ট। আজ অবশ্য অনুশীলন করেছেন এই বামহাতি পেসার। বাংলাদেশ দলের ফিজিও মুস্তাফিজকে ফিট বলে ঘোষণা দিয়েছেন। অধিনায়ক মাশরাফিও মুস্তাফিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। তবে সর্বশেষ সিদ্ধান্তটা তার ওপরই ছেড়ে দিচ্ছেন সবাই।

টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, ‘মুস্তাফিজের দারুণ উন্নতি হয়েছে। প্রায় ফিট সে। তবে আমি তাকে শতভাগ ফিট দেখতে চাই। তার ক্ষেত্রে বিন্দুমাত্র ঝুঁকি নেব না আমরা। তবে সে যদি প্রথম ম্যাচের আগে ফিট হয়ে ওঠে তাহলে দলে রাখা হবে তাকে।’

অধিনায়ক মাশরাফি অবশ্য মনে করেন খেলার মতো ফিট রয়েছেন মুস্তাফিজ। ‘সে এখানে প্রতিদিনই উন্নতি করছে।’ তবে তার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ রকম পরিস্থিতিতে যে কোনও খেলোয়াড়ের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজই সিদ্ধান্ত নেবে সে খেলবে কি না?’