সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় বিজিবি সদস্য নিহত

একাত্তরলাইভডেস্ক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির চাপায় আবু তাহের নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শিশু মেলার সামনে এ ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘আবু তাহের বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।’এদিকে বিজিবির পাবলিকেশন বিভাগ থেকে জানানো হয়েছে, তাদের একজন সদস্য গাড়ি চাপায় নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এ বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।