সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত বহাল

একাত্তরলাইভডেস্ক: বাংলাদেশের সবচেয়ে পুরোনো মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধে সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৩১ অক্টোবর শুনানি হবে।মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।