সিংহের গর্জন এবার সত্যি সত্যি

অনলাইন ডেস্ক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় থাকা মিডিয়ায় আলোচিত ব্যক্তি হিরো আলম অনেক ঘাত-প্রতিঘাত পার হয়ে অবশেষে ‘সিংহ’ প্রতীক নিয়েই নির্বাচনের মাঠে নামলেন।

শনিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হিরো আলমের হাতে ‘সিংহ’ প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ। উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্। এরআগে গত ২ ডিসেম্বর হিরো আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। গত ৬ ডিসেম্বর আপিল শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। দু-দফায় হোঁচট খেয়েও হতাশ হননি তিনি।

মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। রিটটি দায়ের করেন আইনজীবী মো. কাউছার আলী। গত সোমবার রিটের শুনানি শেষে নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

সূত্রমতে, হিরো আলমের (সিংহ) পাশাপাশি ভোটের মাঠে রয়েছেন মহাজোট মনোনীত বর্তমান সাংসদ একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশনের কাজী এমএ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)।