আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের পলমন্টে সাড়ে ১০ কেজি ওজনের একটি মাশরুম পাওয়া গেছে।ফলকার্ক কাউন্সিলের বন কর্মকর্তা ফিওনা উইশার্ট গত সোমবার এ মাশরুম আবিষ্কার করেন।মাশরুমটির আয়তন প্রায় পাঁচ ফুট। এটি পাওয়ায় উচ্ছ্বসিত উইশার্ট বলেন, আমি কখনোই এত বড় মাশরুম দেখিনি।তিনি বলেন, ‘এটি এত ভারী ছিল যে তুলতে বেশ কষ্ট হচ্ছিল। পরে আমি এক সহকর্মীর সাহায্যে বন থেকে এটি অফিসে নিয়ে যাই।’এর স্বাদ অসাধারণ উল্লেখ করে তিনি বলেন, ভাগ্য ভালো যে, যখন এটি খুঁজে পাই এটি পুরোপুরি ভালো ছিল।পরে এ মাশরুম কেটে ১৫ জনে ভাগাভাগি করে নেন। বাড়িতে নিয়ে তারা তা রান্না করে খান।
সাড়ে ১০ কেজির মাশরুম

October 23, 2016