সালমানের জন্য প্রিয়াঙ্কা জগ্গার গর্ভের সন্তান নষ্ট!

বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো কোন প্রতিযোগীকে নমিনেশন ছাড়াই বিগ বস ১০- বাড়ি থেকে গত শনিবার বের করে দিয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। মুখের অশ্লীল ভাষা ও অসভ্য আচরণের জেরে সালমানের বিরক্তির মুখে পড়তে হয় প্রিয়াঙ্কা জগ্গা নামের ওই প্রতিযোগীকে। তবে তার ভাইয়ের যুক্তি, সালমানের জন্য গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণেই এমন আচরণ করেছেন প্রিয়াঙ্কা। খবর হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, প্রিয়াঙ্কা জগ্গাকে বাড়ি থেকে তাড়ানোর সালমানের সিদ্ধান্তকে যেখানে বিগ বস সমর্থকদের একটা বড় অংশই সমর্থন করছেন, সেখানে প্রিয়াঙ্কা এহেন আচরণের পিছনে চাঞ্চল্যকর যুক্তি খাঁড়া করেছেন প্রিয়াঙ্কার ভাই সমীর।

সমীরের দাবি, বিগ বসের বাড়িতে প্রিয়াঙ্কার গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়, সেই কারণেই বাড়িতে চারজন নারীরোগ বিশেষজ্ঞ প্রিয়াঙ্কাকে দেখতে বাড়ির ভিতরে এসেছিলেন। নিজের সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা সেই কারণেই এহেন আচরণ।

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে একটি ভিডিও বার্তা দেন প্রিয়াঙ্কা। যেখানে নিজের সপক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, তার শরীর ক্রমেই খারাপ হচ্ছিল সেকারণেই সহ-প্রতিযোগীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন প্রিয়াঙ্কা, যা শেষমেষ সালমানকেও মেজাজ খোয়াতে বাধ্য করে। যা তাকে বাড়ির বাইরে বেরতে সাহায্য করে।

তার কথায়, বারবার বিগ বসকে আবেদন করা সত্ত্বেও এভিগশন ছাড়া তাকে বাড়ির বাইরে বেরনোর অনুমতি দিচ্ছিল না বিগ বস। সিক্রেট রুম খেকে বাড়ির ভিতরে ঢুকতে না চাইলেও তাকে জোর করে শো-তে ফিরিয়ে আনা হয়।