সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :   জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের (নব্য জেএমবি) শুরা সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদ ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‌্যাব এ তথ্য জানিয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়, শনিবার দিনগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ আমির ইমরান আহমেদকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ছাড়া বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) কারওয়ানবাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।