অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজধানীর খিলগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই পুরুষ ও নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে ভোটার শাহিনুর বেগম জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ভিড় অনেক বেশি। আমরা ভালোভাবে ভোট দিচ্ছি।
কদমতলা স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, সকাল থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে যেমন চলছে, এমনভাবে যদি চলে তাহলে আশা করি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। সব মিলিয় এখন পর্যন্ত পরিবেশ অনেক ভালো।