একাত্তলাইভ ডেস্ক: সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ওরফে নয়ন (৪০) নিহত হয়েছেন।শুক্রবার মধ্যরাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ আবাসিক প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে ।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত শাহ-আলম নয়ন সাভার পৌর এলাকার মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে। নয়নের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালন এবং অপহরণ-হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে ওসি জানান।
সাভারে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

October 1, 2016