সাভারে কিশোরীর ‍আত্মহনন

সাভার প্রতিনিধি:
সাভারে সোহানা আক্তার সুমি নামের (১৪) এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরী ফেনী জেলার ফুলগাজী থানার নিরপুর গ্রামের ইয়াকুব মিয়ার মেয়ে।  মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার জনৈক মতুজ আলীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সকালে নিজ ভাড়া বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে সুমির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাছেদকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ওই কিশোরী মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছে। ওই কিশোরীর মা মরিয়ম জানায়, তার মেয়ে গত এক বছর আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গার্মেন্টসের বায়ার সাঈদ নামের এক ব্যক্তির বাড়িতে কাজ করতো। গত কয়েকদিন আগে ওই বাড়ির কাজ ছেড়ে দেয় তার মেয়ে। ওই ব্যক্তির জন্য তার মেয়ে আত্মহত্যা করেছে বলে ওই চিরকুটে লিখে গেছে।
তবে সাঈদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।