সাভারের জঙ্গি আস্তানায় বোম ডিজপোজাল ইউনিট

সাভার প্রতিনিধি
সাভারের নামোগেন্ডার জঙ্গি আস্তানায় পৌঁছেছে বোম ডিজপোজাল ইউনিট।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে তারা পৌঁছে। ওই বাড়িতে যেকোনো সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ১০টা থেকে সাভারে নামাগেন্ডা এলাকায় ওই ছয়তলা বাড়িটি ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে বলে জানিয়েছে তারা। বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।