নারায়ণগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নিবে। তবে অনির্বাচিত সরকার নয়, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে।
মঙ্গলবার (২০ জুন) ড্রিংক এন্ড ডাইনে না.গঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যড. এটিএম কামালের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন প্রধান অতিথি শামসুজ্জামান দুদু।
উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম।
কিন্তু এই ইফতার মাহফিলে প্রবেশ করার আগেই ড্রিংঙ্ক এন্ড ডাইনের নিচে তার সামনেই তার গালে জুতা মারার স্লোগান দেন সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাকির খানের সমথর্করা।
এছাড়াও মহানগর মৎসজীবী দলের নেতা সাংগঠনিক সম্পাদক এল.কে.রনির নেতৃতে মহানগর ছাত্রদলের নেতা জুয়েল, শ্রমিক দলের নেতা লিংকন,সোহাগ, আজগর, সাগর,মানিক,জসিম,রতন,রুবেল,বাহার খান ও আলমাস জনসমূক্ষে দাবি করে মহানগর এই কমিটি পকেট কমিটি।
তারা স্লোগান দেয় কালামের দুই গালে জুতা মাড় তালে তালে। কালাম ও তার ছেলে কাউছার টাকা দিয়ে এই কমিটি এনেছে। এই কমিটিতে কালামের ভাই আতাউর রহমান একজন আওয়ামীলীগের দালাল ও তার ছেলে কাউছার নারায়ণগঞ্জ সিটি নিবার্চনে কিছু দিন আগে আওয়ামিলীগের মেয়র কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে । তার এই নিউজ নারায়ণগঞ্জের একটি অনলাইন পত্রিকায় আসে। তাদের এরকম কাজ দেখে আমাদের মমনে হয় যে তারা আসলে কোন দল করে করে সেটাই নিশ্চিত না।
এক পযার্য়ে কালাম মাথা নিচু করে নেতাকর্মীদের নিয়ে মাহফিলে প্রবেশ করেন।